উত্তরঃ অ্যামোনিয়া গ্যাসের ধর্মগুলো নিচে উল্লেখ করা হলোঃ
- অ্যামোনিয়া একটি ঝাঁঝালো গন্ধযুক্ত বর্ণহীন গ্যাস।
- অ্যামোনিয়া গ্যাস পানিতে অত্যন্ত দ্রবণীয়।
- অ্যামোনিয়া গ্যাস ক্ষারধর্মী।
- অ্যামোনিয়া গ্যাস দাহ্যও নয় এবং দহনের সহায়কও নয়।
- অ্যামোনিয়া বাতাস অপেক্ষা হালকা।
- অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক এসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন করে।