অমরা কাকে বলে? অমরার কাজ কি?

 

 

 

 

 

 

যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ-জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে অমরা বলে।

অমরার সাহায্যে ভ্রূণ জরায়ু-প্রাচীরে সংস্থাপিত হয় ও সুরক্ষিত থাকে। এটি মায়ের রক্তস্রোত থেকে ভ্রূণের দেহে পুষ্টিদ্রব্য সরবরাহ করে। এটি মাতৃদেহে ও ভ্রূণের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটিয়ে শ্বসনে সাহায্য করে। এছাড়াও অমরা ভ্রূণের বিভিন্ন কাজ করে থাকে।