স্পোরুলেশন কাকে বলে? অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত এবং কেন?

 

 

 

 

 

 

যে পদ্ধতিতে বংশবৃদ্ধির ক্ষেত্রে একটি জীবের কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে তাকে স্পোরুলেশন বলে।

অনুকূল পরিবেশে প্রতিটি স্পোর থেকে একটি করে নতুন জীব সৃষ্টি হয়। অ্যামিবা, ব্যাকটেরিয়া ইত্যাদি জীবে স্পোরুলেশন ঘটে।

অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত এবং কেন?
অ্যামিবা প্রোটিস্টা (প্রোটকটিস্টা) রাজ্যের অন্তর্গত। কারণ, অ্যামিবার বৈশিষ্ট্য হলো– এরা এককোষী, সুকেন্দ্রিক বা সুগঠিত নিউক্লিয়াসযুক্ত, কোষের ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা বেষ্টিত এবং DNA, RNA ও প্রোটিন সমৃদ্ধ, অযৌন ও যৌন জনন বিদ্যমান, যৌন জনন- সংশ্লেষণ বা কনজুগেশন, যা প্রোটিস্টা (প্রোটকটিস্টা) রাজ্যের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়।