পরজীবী খাদ্য শিকল কাকে বলে? পরজীবী খাদ্য শিকলের উদাহরণ

 

 

 

 

 

 

যে খাদ্য শিকলে পরজীবী উদ্ভিদ ও প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের চেয়ে বড় আকারের পোষকদেহ থেকে খাদ্য গ্রহণ করে তাকে পরজীবী খাদ্য শিকল বা পরজীবী খাদ্যশৃঙ্খল বলে।

 

কোনো ক্ষেত্রে একটি পরজীবীর উপর আরেক ধরনের ক্ষুদ্রতর পরজীবী তার খাদ্যের জন্য নির্ভরশীল হয়। পরজীবী খাদ্যশৃঙ্খল অনেক সময় অসম্পূর্ণ থাকে। যেমন : মানুষ → মশা → ডেঙ্গু ভাইরাস।