জীব উপাদান কাকে বলে? জীব উপাদান কত প্রকার ও কি কি?

 

 

 

 

 

 

 

বাস্তুতন্ত্রের সকল জীবন্ত অংশকে জীব উপাদান বলে। যেমন-প্রাণী, উদ্ভিদ, অণুজীব প্রভৃতি হলো জীব উপাদান। জীব উপাদান তিন প্রকার। যথা–

  1. উৎপাদক
  2. খাদক এবং
  3. বিয়োজক।
১। উৎপাদক : বাস্তুতন্ত্রে, যেসব সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড (CO2) এবং মাটি থেকে পানি (H2O) সংগ্রহ করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তাদেরকে উৎপাদক বলে।
২। খাদক : বাস্তুতন্ত্রে যেসব প্রাণী বা জীব উৎপাদকের তৈরি খাদ্য উপাদানের উপর নির্ভরশীল, সেসব জীবকে খাদক বলে।
৩। বিয়োজক : পরভোজী বা মৃতজীবী যে সকল অণুজীব জীবের মৃতদেহ থেকে বিশোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে এবং মৃতদেহকে বিয়োজিত করে সরল জৈব যৌগে পরিণত করে তাদের বিয়োজক বলে। ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি হলো বিয়োজক।