খাদক কাকে বলে? একটি বাস্তুতন্ত্রে কয় ধরনের খাদক পাওয়া যায়?

বাস্তুতন্ত্রে যেসব প্রাণী বা জীব উৎপাদকের তৈরি খাদ্য উপাদানের উপর নির্ভরশীল, সেসব জীবকে খাদক বলে। একটি বাস্তুতন্ত্রে তিন ধরনের খাদক পাওয়া যায়। যেমন,

 

প্রথম স্তরের খাদক,

দ্বিতীয় স্তরের খাদক,

তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক।

১. প্রথম স্তরের খাদক : পানিতে ভাসমান ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী জু-প্লাঙ্কটন ও ছোট মাছ প্রথম স্তরের খাদক হিসেবে কাজ করে।

 

২. দ্বিতীয় স্তরের খাদক : এরা প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন, ব্যাঙ।

 

 

 

 

 

 

৩. তৃতীয় বা সর্বোচ্চ স্তরের খাদক : এরা দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে জীবন ধারণ করে। যেমন, সাপ, ময়ূর, বাঘ ইত্যাদি।