শ্বসন বলতে কী বোঝায়? শ্বসন কত প্রকার ও কি কি?

 

 

 

 

 

 

শ্বসন হচ্ছে একটি ভৌত রাসায়নিক প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় জীব বায়ুমণ্ডল থেকে গৃহীত অক্সিজেনের সহায়তায় খাদ্য থেকে শক্তি উৎপাদন করে তাকে শ্বসন বলে। শ্বসন প্রধানত দুই প্রকার, যথা– সবাত শ্বসন ও অবাত শ্বসন।

১। সবাত শ্বসনঃ যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে CO2, H2O ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে সবাত শ্বসন বলে।

২। অবাত শ্বসনঃ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্যে ছাড়াই কোষ মধ্যস্থ এনজাইম দ্বারা আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ, CO2 ও সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে অবাত শ্বসন বলে।