রক্ত জমাট বাঁধে কেন?

 

 

 

 

 

উত্তরঃ রক্তে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, অনুচক্রিকা ও ক্যালসিয়াম আয়ন থাকে, যখন কোন স্থান কেটে যায় ও রক্ত গড়িয়ে পড়ে তখন ফাইব্রিনোজেন ও অন্যান্য উপাদান মিলে জালের মতো আবরণী সৃষ্টি করে। ফলে রক্ত জমাট বাঁধে।