মিউচুয়ালিজম কাকে বলে?

 

 

 

 

 

যে আন্তঃসম্পর্কে পারস্পরিক সহাবস্থানে দু’টি জীব একে অন্যকে সহায়তা করে এবং দু’জনেই একে অন্যের দ্বারা উপকৃত হয় সেই আন্তঃসম্পর্কেই মিউচুয়ালিজম বলে।

মিউচুয়ালিজমে কোনো জীবের ক্ষতির কোনো আশঙ্কা থাকে না। যেমন– লাইকেন। এখানে শৈবাল সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং ছত্রাক শৈবালকে বাসস্থান প্রদানসহ বায়ু থেকে জলীয়বাষ্প সংগ্রহ ও উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে।