ফেরোমন কি? ফেরোমন কিভাবে ব্যবহার করা হয়? What is Pheromone?

 

 

 

 

 

 

 

ফেরোমন এক ধরনের হরমোন যা পতঙ্গদেহ থেকে নিঃসৃত হয়। অনিষ্টকারী পোকা দমনে এ ফেরোমন ব্যবহার করা হয়। ফেরোমন স্বপ্রজাতির পতঙ্গকে আকৃষ্ট করে। ফাঁদের পাশে বা পানির কাছে ফেরোমন রেখে দিলে এর গন্ধে অনিষ্টকারী পতঙ্গ বা পোকা আকৃষ্ট হয়ে এর কাছে এলে ফাঁদে বা পানিতে পড়ে মারা যায়। এভাবে অনিষ্টকারী পোকা দমনে ফেরোমন ব্যবহার করা হয়।