বর্গ কাকে বলে? (What is Square in Bengali?)
কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ঐ সংখ্যার বর্গ (Square) বলে। যেমন : ৩ সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ করলে গুণফল হয় ৯। সুতরাং ৩ এর বর্গ হলো ৯।
বর্গমূল কাকে বলে? (What is called Square root?)
কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ঐ সংখ্যার বর্গ (Square) এবং সংখ্যাটিকে গুণফলের বর্গমূল (Square root) বলে। যেমন : ৩ সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ করলে গুণফল হয় ৯। সুতরাং ৯ এর বর্গমূল হলো ৩।
পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে?
যে সব সংখ্যাকে বর্গমূল করা হলে প্রাপ্ত ফলাফল একটি মূলদ সংখ্যা হয় সেসব সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলে।
যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক ২ বা ৩ বা ৭ বা ৮ হয় সেসব সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা নয়। এবং যেসব সংখ্যার শেষে বিজোড় সংখ্যক ০ হয় সেসব সংখ্যাও পূর্ণবর্গ সংখ্যা নয়।
যেসব সংখ্যার একক স্থানীয় অঙ্ক ১ বা ৪ বা ৫ বা ৬ বা ৯ হয় সেসব সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা থাকে।