গাণিতিক বাক্য ও গাণিতিক প্রতীক কাকে বলে?

 

 

 

 

 

 

গাণিতিক বাক্য কাকে বলে?
গাণিতিক বাক্য হলো সংখ্যা, প্রতীক, রাশি বা গাণিতিক ধারণা সংবলিত এমন একটি উক্তি, যা সত্য না মিথ্যা নিঃসন্দেহে বলা যায়। অর্থাৎ, যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন উক্ত বাক্যটিকে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য বা গাণিতিক উক্তি বলে।

গাণিতিক প্রতীক কাকে বলে?
গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে গাণিতিক প্রতীক বলে।

গাণিতিক প্রতীকের প্রকারভেদ : গাণিতিক প্রতীক ৫ প্রকার। যথা–
১) সংখ্যা প্রতীকঃ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯
২) প্রক্রিয়া প্রতীকঃ + (যোগ), – (বিয়োগ), × (গুণ), ÷ (ভাগ)
৩) সম্পর্ক প্রতীকঃ > (বড়), < (ছোট), = (সমান), ≠ (সমান নয়), ≤ (ছোট অথবা সমান), ≥ (বড় অথবা সমান)
৪) বন্ধনী প্রতীকঃ () প্রথম বন্ধনী, {} দ্বিতীয় বন্ধনী, [] তৃতীয় বন্ধনী।
৫) অক্ষর প্রতীকঃ ক, খ, গ, ঘ, …. ইত্যাদি।