একটি কাজ যদি পরস্পর স্বাধীনভাবে একবার সম্ভাব্য m-সংখ্যক উপায়ে, আবার n-সংখ্যক উপায়ে এবং আবার p-সংখ্যক উপায়ে সম্পন্ন করতে পারলে, কাজটি একত্রে সম্ভাব্য (m + n + p) সংখ্যক উপায়ে করা যায়। একেই “গণনার যোজন বিধি” বলে।
উদাহরণ : মনে করি, কোনো প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে x, y, z এবং t নামের 4 জন পুরুষ সদস্য আছেন। তাদের মধ্য থেকে প্রতিবারে একজন, দুইজন এবং তিনজন নিয়ে মোট 4 + 6 + 4 = 14 উপ-কমিটি গঠন করা যায়। একেই গণনার যোজন বিধি বলা হয়।