ইনসুলিন কি? What is Insulin in Bangla?

 

 

 

 

 

 

 

ইনসুলিন এক বিশেষ ধরনের হরমােন, এক ধরনের পলিপেপটাইড যা স্তন্যপায়ী প্রাণীর অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স-এর বিটা (B) কোষগুচ্ছ হতে ক্ষরিত হয় ও গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন ২টি পলিপেপটাইড চেইন (চেইন- A এবং চেইন- B) এর সমন্বয়ে গঠিত। একটি ডাই সালফাইড সেতু উভয় শৃঙ্খলকে যুক্ত করে থাকে। ইনসুলিনের ২টি পলিপেপটাইড শৃঙ্খল পৃথক পৃথকভাবে উৎপাদন করার পর একজন সংযুক্ত করে সক্রিয় ইনসুলিন তৈরী করা হয়। ইনসুলিন দেহে হেক্সামার হিসেবে জমা থাকে।

ডায়াবেটিস ও ইনসুলিন এর মধ্যে পার্থক্য কি? 

উত্তরঃ ডায়াবেটিস ও ইনসুলিন এর মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো–
ডায়াবেটিস
  • ডায়াবেটিস একটি রোগের নাম।
  • ডায়াবেটিস কোন হরমোন নয়।
  • ডায়াবেটিস নানা রোগের সৃষ্টি করে।
  • ডায়াবেটিস হলে শরীরে ইনসুলিনের পরিমাণ কমে যায়।
  • ডায়াবেটিসের অস্তিত্ব দেহের সর্বত্র।
ইনসুলিন
  • ইনসুলিন কোন রোগের নাম নয়।
  • ইনসুলিন একটি হরমোন।
  • দেহে ইনসুলিনের পরিমাণ কমে গেলে শর্করা বিপাকে বিঘ্ন ঘটে।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য শরীরে ইনসুলিন গ্রহণ করতে হয়।
  • ইনসুলিন উৎপন্ন হয় অগ্ন্যাশয়ে।