দশমিক বা দশগুণোত্তর প্রণালি কাকে বলে?

 

 

 

 

 

 

উত্তরঃ অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে সর্ব ডান দিকের সংখ্যাটি থেকে কোন অঙ্ক এক এক স্থান করে বামদিকে সরে গেলে তার মান উত্তরোত্তর দশগুণ করে বৃদ্ধি পায়- এভাবে দশমিকভিত্তিক অঙ্ক পাতনের বা সংখ্যা প্রকাশের প্রণালিকে দশমিক বা দশগুণোত্তর প্রণালি বলে।