মৌলিক সংখ্যা কাকে বলে?
যে সকল স্বাভাবিক সংখ্যাকে ১ ও ঐ সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। উদাহরণ : ২, ৫ ও ১৩ এর গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যাটি। সুতরাং সংখ্যাগুলো মৌলিক সংখ্যা।
যৌগিক সংখ্যা কাকে বলে?
যেসকল সংখ্যার গুণনীয়ক ১ এবং ঐ সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা থাকে, সেসকল সংখ্যাগুলোকে যৌগিক সংখ্যা বলে। উদাহরণ : ৬, ৯ এবং ১২ এর গুণনীয়ক ১ এবং ঐ সংখ্যা ছাড়াও এক বা একাধিক সংখ্যা আছে। সুতরাং, সংখ্যাগুলো যৌগিক সংখ্যা।