নিশ্চিত ও অনিশ্চিত ঘটনা কাকে বলে?

 

 

 

 

 

 

 

নিশ্চিত ঘটনা কাকে বলে?
কোনো দৈব পরীক্ষণে একটি ঘটনা এমন হয় যে, তা পরীক্ষণের প্রত্যেকে ক্ষেত্রে অবশ্যই ঘটে তখন উক্ত ঘটনাকে নিশ্চিত ঘটনা বলে। নিশ্চিত ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এবং নমুনাক্ষেত্রের মোট নমুনাবিন্দুর সংখ্যা সব সময় সমান হবে।
সহজভাবে কোনো পরীক্ষণে যে ঘটনা ঘটার সম্ভাবনা এক তাকে নিশ্চিত ঘটনা বলে।

উদাহরণঃ একটি নিরপেক্ষ মুদ্রা নিক্ষেপ করলে Head বা Tail আসার সম্ভাবনা এক। সুতরাং মুদ্রা নিক্ষেপে Head বা Tail আসার সম্ভাবনা নিশ্চিত ঘটনা।

অনিশ্চিত ঘটনা কাকে বলে?
কোনো পরীক্ষায় প্রাপ্ত কোনো ঘটনা পরীক্ষাটির প্রতিটি চেষ্টায় না ঘটলে তাকে অনিশ্চিত ঘটনা বলে। অনিশ্চিত ঘটনার সম্ভাবনা 0 অপেক্ষা বেশি কিন্তু 1 অপেক্ষা কম। 0 < P(A) < 1 যেখানে, P(A) ঘটনাটি ঘটার সম্ভাবনা।