স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

কোনো পরীক্ষায় প্রাপ্ত একাধিক ঘটনার যে কোনো একটির ঘটা বা না ঘটা যদি ইতোপূর্বে অন্য ঘটনা বা ঘটনাগুলির ঘটা বা না ঘটার উপর নির্ভর না করে তবে তাদেরকে পরস্পর স্বাধীন বা অনির্ভরশীল ঘটনা বলে।

অন্যভাবে বলা যায়, যদি দুইটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা উহাদের পৃথক পৃথকভাবে ঘটার সম্ভাবনা গুণফলের সমান হয় তবে তাদেরকে স্বাধীন ঘটনা বলে। অর্থাৎ দুইটি ঘটনা A ও B কে স্বাধীন ঘটনা বলা যাবে যদি P(A∩B) = P(A).P(B) হয়।