আশ্রয়স্থল কী? কী কী কারণে পরিবেশের পরিবর্তন হয়?

 

 

 

 

 

 

 

 

 

আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করে। যেমন- পাখি আশ্রয়ের জন্য গাছে বাসা তৈরি করে।

কী কী কারণে পরিবেশের পরিবর্তন হয়?

প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানারকম কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগগুলো হলো খরা, বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি। আবার, পরিবেশ পরিবর্তনে মানুষের কর্মকাণ্ডগুলো হলো- গাছপালা কাটা, বনজঙ্গল কাটা, খামার তৈরি, বাড়িঘর তৈরি, রাস্তাঘাট ও কলকারখানা তৈরি, প্রাকৃতিক সম্পদের অতি আহরণ, যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলা, কলকারখানার রাসায়নিক বর্জ্য পানিতে ফেলা ইত্যাদি।