শূন্য ভেক্টর কাকে বলে? শূন্য ভেক্টরের তাৎপর্য কি?

 

 

 

 

 

 

 

 

যে ভেক্টর রাশির মান শূন্য ও নির্দিষ্ট কোনো দিক নেই তাকে শূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টর রাশির প্রারম্ভবিন্দু ও শীর্ষবিন্দু একই স্থানে অবস্থিত হয়। দুইটি সমান ভেক্টরকে বিয়োগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায়। যদি P = Q হয়, তাহলে P – Q = 0 একটি শূন্য ভেক্টর।

শূন্য ভেক্টরের তাৎপর্য
একটি স্থির বস্তুর সরণ বা সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ হল শূন্য ভেক্টর। আবার, দুটি সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল হল শূন্য ভেক্টর। সুতরাং শূন্য ভেক্টরের নির্দিষ্ট তাৎপর্য রয়েছে।