মৎস কাকে বলে? গলদা চিংড়ি ও বাগদা চিংড়ির পার্থক্য কি?

শীতল রক্তবিশিষ্ট জলজ মেরুদন্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায় তাদেরকে মৎস্য বলে।

 

গলদা চিংড়ি ও বাগদা চিংড়ির পার্থক্য কি?

গলদা চিংড়ি ও বাগদা চিংড়ির পার্থক্য নিচে তুলে ধরা হলোঃ

 

গলদা চিংড়ি

১. গলদা চিংড়ি প্রধানত মিঠা পানিতে বাস করে। তবে অল্প লোনা জলেও এদের পাওয়া যায়।

২. এদের দেহের বর্ণ স্বচ্ছ সাদাটে।

৩. এদের দেহ প্রস্থচ্ছেদ কিছুটা গোলাকার।

৪. এদের দেহকে সম্পূর্ণভাবে বাঁকানো যায়।

৫. এদের চলন পদের প্রথম দুই জোড়ায় চিমটা থাকে।

 

 

 

 

 

 

 

 

 

বাগদা চিংড়ি
১. বাগদা চিংড়ি প্রধানত সামুদ্রিক অর্থাৎ লোনা জলের চিংড়ি, তবে প্রজনন ঋতুতে এরা অল্প লোনা জলে চলে আসে।
২. এদের দেহে বাঘের মতো লালচে বাদামি আড়াআড়ি ডোরা থাকে।
৩. এদের দেহ পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা।
৪. দেহকে সম্পূর্ণভাবে বাঁকানো যায় না।
৫. এদের চলন পদের প্রথম তিন জোড়ায় চিমটা থাকে