নমুনাক্ষেত্র ও নমুনাবিন্দু কাকে বলে?

 

 

 

 

 

 

 

কোনো দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনাক্ষেত্র বলে।

নমুনাক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলে। একটা মুদ্রা নিক্ষেপ করলে দুইটি সম্ভাব্য ফলাফল পাওয়া যায় যা নমুনা বিন্দু। যথা- হেড (H) ও টেল (T), এখন S দ্বারা এ পরীক্ষণের ফলাফলের সেটকে সূচিত করলে আমরা লিখতে পারি S = {H, T}। সুতরাং উক্ত পরীক্ষার নমুনাক্ষেত্র S = {H, T}।