দ্বিপদী উপপাদ্য কাকে বলে? দ্বিপদী উপপাদ্যের ব্যবহার। Binomial theorem in Bangla

 

 

 

 

 

 

 

 

 

যে বীজগাণিতিক সূত্রের সাহায্যে কোনো দ্বিপদী রাশির যেকোনো শক্তিকে একটি ধারার আকারে প্রকাশ করা যায় তাকে দ্বিপদী উপপাদ্য বলে। দ্বিপদী উপপাদ্যটি সর্বপ্রথম উদ্ভাবন করেন Sir Isaac Newton.

দ্বিপদী উপপাদ্যের ব্যবহার
অনেক বহুপদীকে সহজে সমাধান করতে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করা হয়। বিন্যাস সমাবেশ এবং সম্ভাব্যতার অনেক সমস্যা সমাধানে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করা যেতে পারে। বাস্তব জীবনেও এর ব্যবহার কম নয়। প্রকৌশল বিদ্যা ও পদার্থবিদ্যায় এর ব্যাপক ব্যবহার রয়েছে। ইদানিং দ্বিপদী উপপাদ্য প্রযুক্তিবিদ্যার গন্ডি পেরিয়ে সম্ভাব্যতার সাথে হিসাব বিজ্ঞানেও ব্যবহৃত হচ্ছে।