দ্বিঘাত সমীকরণের পৃথায়ক বলতে কি বোঝায়?

 

 

 

 

 

 

 

 

 

দ্বিঘাত সমীকরণ ax2 + bx2 + c = 0 এর মূলগুলোর প্রকৃতি b2 – 4ac রাশিটির প্রকৃতির উপর নির্ভর করে। দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি b2 – 4ac রাশিটির প্রকৃতি দ্বারা নির্ধারিত হয় বলে b2 – 4ac রাশিটিকে দ্বিঘাত সমীকরণের পৃথায়ক বলে।