জ্যামিতিতে কোণের ধারণা সীমাবদ্ধ। অর্থাৎ জ্যামিতিক ধারণায় কোণ সর্বদাই ধনাত্মক এবং এর মান 0° হতে 360° এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ত্রিকোণমিতিতে একটি রশ্মি অবিরাম ঘূর্ণনের ফলে যেকোনো মানের কোণ উৎপন্ন করতে পারে। রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ধনাত্মক কোণ এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঋণাত্মক কোণ উৎপন্ন করে।