ছেদ সেট কাকে বলে?
দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। একে ∩ দ্বারা প্রকাশ করা হয়। A ও B দুইটি সেট হলে সেট দুইটির ছেদ সেট A ∩ B। সেট গঠন পদ্ধতিতে, A ∩ B = {x : x ∈ A এবং x ∈ B}।
নিশ্ছেদ সেট কাকে বলে?
দুইটি সেটে যদি কোন সাধারণ উপাদান না থাকে, তবে ঐ সেটদ্বয়কে পরস্পর নিশ্ছেদ সেট বলে। উদাহরণ: A = {1, 3, 5, 7}; B = {2, 4, 6} ∴ A ∩ B = { } = ∅ এখানে, A ও B সেটের কোনো সাধারণ সদস্য নেই। অর্থাৎ, দুইটি সেটের ছেদ সেট ফাঁকা সেট হলে সেটদ্বয় পরস্পর নিশ্ছেদ সেট।