উন্নতি কোণ ও অবনতি কোণ কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলে। অপরদিকে, ভূতলের সমান্তরাল রেখার নিচের কোন বিন্দু ভূ-রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে অবনতি কোণ বলে।

উন্নতি কোণ ও অবনতি কোণ কাকে বলে?

চিত্রটি লক্ষ করি, ভূমির সমান্তরাল AB একটি সরলরেখা। AOBPQ বিন্দুগুলো একই উলম্ব তলে অবস্থিত। AB সরলরেখার উপরের P বিন্দুটি AB রেখার সাথে ∠POB উৎপন্ন করে। এখানে, O বিন্দুর সাপেক্ষে P বিন্দুর উন্নতি কোণ ∠POB
অপরদিকে, বিন্দু ভূ-রেখার সমান্তরাল AB রেখার নিচের দিকে অবস্থিত। এখানে, বিন্দুর সাপেক্ষে বিন্দুর অবনতি কোণ হচ্ছে ∠QOB