মৌসুম বা ঋতুভিত্তিক যে বায়ু প্রবাহিত হয় তাকে মৌসুমি বায়ু বলে। মৌসুমি বায়ু প্রবাহের দ্বারা সৃষ্ট জলবায়ুকে মৌসুমি জলবায়ু বলে।
বাংলাদেশে দু’ধরনের মৌসুমি বায়ু প্রবাহিত হয়। যথা– (১) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (২) উত্তর পূর্ব মৌসুমি বায়ু।
১. দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু : গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু দক্ষিণের বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প নিয়ে দেশের উপর দিয়ে প্রবাহিত হয়, ফলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এসময় কৃষকরা অত্যাধিক আর্দ্রতা পছন্দকারী ফসল যেমন– ধান, পাঠ, ইক্ষু, চা ইত্যাদি জন্মায়।
২. উত্তর পূর্ব মৌসুমি বায়ু : শীতকালে উত্তর-পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়। এই বায়ু উত্তরের হিমালয় পর্বত থেকে শীতল হয়ে দেশের উপর দিয়ে প্রবাহিত হয়। এ বায়ুতে তেমন জলীয়বাষ্প থাকে না। শীতল বায়ু প্রবাহে দেশে শীত পড়ে। এসময় কৃষকরা শীত পছন্দকারী বিভিন্ন ফসল যেমন– ডাল, গম, তেলবীজ, আলু, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি জন্মায়।