ওএমআর (OMR)-এর পুরো অর্থ হলো অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader)। অপটিক্যাল মার্ক রিডার এমন একটি যন্ত্র যা পেন্সিল বা কালির দাগ (Mark) বুঝতে পারে। পেন্সিলের দাগ বোঝা যায় পেন্সিলের সীসের উপাদান গ্রাফাইটের বিদ্যুৎ-পরিবাহিতা বিচার করে। কালির দাগ বোঝা যায় কালির দাগের আলোর প্রতিফলন বিচার করে। অপটিক্যাল মার্ক রিডার বিশেষ ব্যবস্থার সাহায্যে এই দাগগুলোর অস্তিত্ব বুঝতে পারে এবং সঠিক দাগ গণনা করতে পারে। অবজেকটিভ প্রশ্নের উত্তরপত্র পরীক্ষা, বাজার সমীক্ষা, জনগণনা ইত্যাদি কাজে OMR ব্যবহৃত হয়।
ওএমআর হলো একটি শক্তিশালী টুল যার প্রচুর বৈশিষ্ট্য বিদ্যমান। যেমন- গ্রেডিং টেস্টের জন্য ওএমআরকে ব্যবহার করলে এটি সঠিক উত্তরগুলোর সংখ্যাকে প্রিন্ট করে দিতে পারে এবং প্রতিটি টেস্টের নিচের দিকে সঠিক উত্তরের শতকরা পরিমাণও প্রিন্ট করে দিতে পারে। এছাড়াও এটি প্রতিটি প্রশ্নের পরিসংখ্যান ডেটা রেকর্ড করতে পারে। কম্পিউটারের সাথে ওএমআর ব্যবহার করে নৈর্ব্যক্তিক টাইপ প্রশ্নের উত্তরের ফলাফল বের করা যায়। এই ব্যবস্থায় কাগজের উপর সুনির্দিষ্ট নিয়মে তৈরি ছকের বিভিন্ন গোলাকার বা বর্গাকার ঘর পেন্সিল কিংবা কলমের মাধ্যমে পূরণ করতে হয়।