মাইক্রোকন্ট্রোলার (Microcontroller) কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

মাইক্রো কম্পিউটার পদ্ধতিতে কন্ট্রোল কাজে ব্যবহৃত মাইক্রোপ্রসেসরের সাথে চিপস তথা মেমােরি ডিভাইস, ডাটা স্টোরেজ এবং বহির্বিশ্বের সাথে যােগাযােগ ও সিগন্যাল গ্রহণের জন্য ইনপুট/আউটপুট পাের্টসহ মেমােরি ইনপুট/আউটপুট ইন্টারফেজ এবং অন্যান্য সহকারী পেরিফেরাল একীভূত করে যে ডিভাইস তৈরি করা হয় তাকে মাইক্রোকন্ট্রোলার (Microcontroller) বলে।