লেয়ার হচ্ছে ফটোশপের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি মূলত ডিজিটাল ডিজাইনার’স ক্যানভাস। লেয়ারের মাধ্যমে আপনি প্রতিটি অবজেক্টকে আলাদা করতে পারবেন এবং কোন অবজেক্টগুলাে দৃশ্যমান হবে বা কোন অবজেক্টগুলি দৃশ্যমান হবে না তা নিয়ন্ত্রণ করতে পারবেন।
লেয়ার একগুচ্ছ ট্রান্সপারেন্ট সিট যেগুলাে একটির উপর আরেকটি রেখে কাজ করা যায়। আপনার ডিজাইনকে সুন্দরভাবে Organize করার জন্য একগুচ্ছ লেয়ারকে আবার একত্রিতও করতে পারবেন। লেয়ারের অপাসিটি (অস্বচ্ছতা) পরিবর্তন করে যে কোন Content কে স্বচ্ছ বা Transparent করা যায়।
অনেকগুলাে Image কে Combine করা, ইমেজের মধ্যে vector graphics add করা ও বিভিন্ন shape যােগ করাসহ বিভিন্ন ধরনের কাজ করার জন্য লেয়ার ব্যবহৃত হয়। লেখার স্টাইল ব্যবহার করে ইমেজে বিশেষ ইফেক্ট দেওয়া হয়। ইমেজকে প্রাণবন্ত করতে লেয়ারের জুড়ি নেই। তাই লেয়ার একটি গুরুত্বপূর্ণ Component। ফটোশপে লেয়ার নিয়ে কাজ করার জন্য লেয়ার প্যানেল রয়েছে।