ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য কি?

ফর্মুলা ও ফাংশনের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলোঃ

 

ফর্মুলা

 

  • বিভিন্ন সংখ্যার ভিত্তিতে যোগ, বিয়োগ, গুন, ভাগ ইত্যাদি কাজের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় ফর্মুলা।
  • ফর্মুলা ফাংশনের উপর নির্ভরশীল নয়।
  • ফর্মুলাতে গাণিতিক হিসাবের বিস্তারিত বর্ণনা থাকে।
  • ফর্মুলা প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী তৈরি করে থাকে।
  • ফর্মুলা অনেক বড় হলে টাইপ করতে বেশি সময় লাগে।
  • ফর্মুলার সাহায্যে কঠিন ও জটিল হিসাবের কাজ সহজে করা যায় না।
  • ফর্মুলার কোন প্রকারভেদ নাই।

ফাংশন

 

 

 

 

 

 

 

 

 

 

  • ফাংশন হচ্ছে ফর্মুলার সংক্ষিপ্ত রূপ যা স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম তৈরির সময় অন্তর্ভুক্ত করে দেওয়া হয়।
  • ফাংশন সুনির্দিষ্ট ফর্মুলার ভিত্তিতে তৈরি হয়।
  • ফাংশনে গাণিতিক হিসাবের সংক্ষিপ্ত বর্ণনা থাকে।
  • ফাংশন আগে থেকেই তৈরি করা থাকে। তবে ম্যাক্রো ব্যবহার করে ফাংশন তৈরি করা যায়।
  • ফাংশন টাইপ করতে কম সময় লাগে।
  • ফাংশনের সাহায্যে কঠিন ও জটিল হিসাবের কাজ সহজে করা যায়।
  • ফাংশনের সুনির্দিষ্ট প্রকারভেদ আছে।