পাওয়ার পয়েন্টে স্লাইড কাকে বলে? এক্সেলে বিয়োগ করার নিয়ম।

 

 

 

 

 

 

 

 

 

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড (Slide) বলে। মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামে যেমন একটি ফাইলের মধ্যে অনেক পৃষ্ঠা থাকে, তেমনি একটি প্রেজেন্টেশনে একাধিক স্লাইড থাকে।

এক্সেল (excel) এ বিয়োগ করার নিয়ম।
এক্সেলে বিয়োগ করার নিয়ম যোগ করার মতো। তবে এক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে বিয়োগ করার কোনো ব্যবস্থা নেই। ম্যানুয়ালি বিয়োগ করতে হয়। ম্যানুয়ালি বিয়োগ করার পদ্ধতি হলো, যদি A1 সেলে 20 ও A2 সেলে 10 থাকে তাহলে কার্সরটি A3 সেলে রাখতে হবে। এখানে প্রথমে ‘=’ চিহ্ন দিতে হবে। এরপর টাইপ করতে হবে A1 – A2। তাহলে সম্পূর্ণ টাইপটি দাঁড়াবে = A1 – A2। এখন এন্টার কী (Key) চাপ দিলে A3 সেলে 10 লেখা হয়ে যাবে।