অ্যাবাকাস কি? What is Abacus?

 

 

 

 

 

 

 

 

 

 

একটি কম্পিউটারের প্রধান উপাদানগুলো হলো– ১. কী-বোর্ড, ২. মাউস, ৩. সিস্টেম ইউনিট, ৪. মনিটর।
১. কী-বোর্ড : কম্পিউটার কী-বোর্ডের সাহায্যে ইনপুট তথ্য গ্রহণ করে। ইনপুট যন্ত্রগুলোর মধ্যে কী-বোর্ড অন্যতম। কী-বোর্ড বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্নের বিভিন্ন কীগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে। কী-বোর্ডের সাহায্যে টাইপ করা হলেও কম্পিউটারকে প্রয়োজনীয় সব ধরনের নির্দেশ প্রদান করা যায়। কী-বোর্ডে ১০২/১০৪টি থাকতে পারে।
২. মাউস : মাউসও একটি ইনপুট ডিভাইস বা যন্ত্র। একে পয়েন্টিং ডিভাইসও বলা হয়। মাউসে দুই বা তিনটি বাটন থাকে। বাটন চেপে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।
৩. সিস্টেম ইউনিট : প্রসেসর, মাদারবোর্ড, মেমোরি, পাওয়ার সাপ্লাইসহ কম্পিউটারের মূল অংশই সিস্টেম ইউনিট। ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুটকৃত তথ্য সিস্টেম ইউনিটে প্রসেস হয়ে থাকে। অর্থাৎ এখানেই কম্পিউটারের সব ধরনের কাজ হয়ে থাকে।
৪. মনিটর : মনিটর হলো একটি আউটপুট যন্ত্র যা দেখতে টেলিভিশনের মতো। এটি কম্পিউটারের প্রক্রিয়াকরণ ফলাফল স্ক্রিনে তুলে ধরে। যত রকম আউটপুট যন্ত্র আছে এর মধ্যে মনিটর অন্যতম। মনিটর বিভিন্ন প্রযুক্তির এবং বিভিন্ন ধরনের হয়ে থাকে।