ব্যবসায় কি? What is Business ?
ইংরেজি Business শব্দের বাংলা প্রতিশব্দ হলো ব্যবসায়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবা উৎপাদন, বণ্টন ও এর সহায়ক সকল বৈধ কাজকেই ব্যবসায় বলা হয়।
ব্যবসায়ের প্রকারভেদ (Types of Business)
ধরন অনুযায়ী ব্যবসায়কে তিন ভাগে ভাগ করা যায়। যথা :
১. ক্রয়-বিক্রয় জাতীয় মুনাফা
২. সেবামূলক ব্যবসা এবং
৩. উৎপাদনমূলক ব্যবসা
ইংরেজি Business শব্দের প্রতিশব্দ কী?; ব্যবসায় কী?; ধরন অনুযায়ী ব্যবসায়কে কত ভাগে ভাগ করা যায়?;