এইচটিএমএল এলিমেন্ট কি? What is HTML Element?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

HTML ডকুমেন্টগুলো HTML এলিমেন্ট দ্বারা নির্ধারিত হয়। HTML এলিমেন্ট বলতে বুঝায় স্টার্ট ট্যাগ ও ইন্ড ট্যাগের ভেতরের সবকিছু। এদেরকে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগও বলে।

এইচটিএমএল এলিমেন্ট কতগুলাে বৈশিষ্ট্য মেনে চলে তা নিম্নরূপঃ

  • Start Tag/Opening Tag দিয়ে শুরু হয়।
  • End Tag/Closing Tag দিয়ে শেষ হয়।
  • Start ও End ট্যাগের মাঝে Element Content থাকে।
  • কিছু ক্ষেত্রে Element Content নাও থাকতে পারে।
  • কিছু Element-এর End Tag নাও থাকতে পারে।