পিপীলিকাকি? What is Pipilika?

 

 

 

 

 

 

 

 

পিপীলিকা হলো একটি বাংলা সার্চ ইঞ্জিন। এটির এড্রেস হলো www.pipilika.com। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদগণ অক্লান্ত পরিশ্রম করে এ সার্চ ইঞ্জিনটি তৈরি করেছেন। এটি আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধ করেছে। পৃথিবীর অনেক দেশেই তাদের নিজস্ব ভাষায় সার্চ ইঞ্জিন রয়েছে। সাধারণত মাতৃভাষার মাধ্যমে যেকোনো তথ্য সহজে বোধগম্য হয়। সেই কারণে এ দেশের তথ্য প্রযুক্তিবিদগণ পিপীলিকা সার্চ ইঞ্জিনটি তৈরি করেছেন। এটি দেশের শিক্ষার্থীদের বাংলা ভাষার মাধ্যমে তাদের মেধাকে আরো সমৃদ্ধ করবে। শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে পিপীলিকা তাদের সাহায্য করেছে।

সার্চ ইঞ্জিন ব্যবহার করে কীভাবে ইন্টারনেট থেকে তথ্য খোঁজা যায়?
সার্চ ইঞ্জিনে তথ্য খোজার উপায় : কোনো বিষয়ের তথ্য জানার জন্য ওয়েব ব্রাউজারের এ্যাড্রেস বারে কোনো সার্চ ইঞ্জিনের ঠিকানা লিখে এন্টার দিলে এ সার্চ ইঞ্জিনের ওয়েবপেইজটি ওপেন হবে। সার্চ ইঞ্জিনের ফাইন্ড বক্সে যে বিষয়ের তথ্য জানা দরকার তার টাইটেল লিখে এন্টার দিলে সে সম্পর্কিত বিভিন্ন লিংকের তালিকা প্রদর্শিত হবে। তালিকা থেকে যেটিতে ক্লিক করা হবে সেটির ওয়েবপেইজটি ওপেন হবে। এভাবে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ইন্টারনেট থেকে যেকোনো তথ্য জানা যায়।