ICANN কি? ICANN এর কাজ কি?

১৯৯৮ সালে একটি অলাভজনক কোম্পানি হিসেবে আইসিএএনএন (ICANN-Internet Corporation for Assigned Names and Numbers) আত্মপ্রকাশ করে। ICANN-এর কাজ হচ্ছে ইন্টারনেটের টেকনিক্যাল ম্যানেজমেন্ট দেখাশুনা করা।

 

পূর্বে এই কাজটি সম্পাদন করতো আমেরিকা সরকারি প্রতিষ্ঠান। বর্তমানে আন্তর্জাতিকভাবে প্রাইভেট কোম্পানি হিসাবে ICANN ইন্টারনেটের টেকনিক্যাল ব্যবস্থাপনা করছে। যে কোন আগ্রহী কোম্পানি ICANN এর সাথে কাজ করতে পারে। কারণ সারা বিশ্বের বিভিন্ন ইন্টারনেট কমিউনিটির সাথে কাজ করে ICANN।

 

ICANN এর কাজ

 

 

 

 

 

 

 

 

  • ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেমের টেকনিক্যাল ম্যানেজমেন্ট রেগুলেট করা
  • IP address স্পেস এলোকেট করা।
  • প্রোটোকল প্যারামিটার এসাইন করা ও
  • রুট সার্ভার সিস্টেম ম্যানেজ করা।