বেলেডোনা কি? What is Belladonna in bangla?

 

 

 

 

 

 

 

 

 

 

 

বেলাডোনা (Belladonna) হচ্ছে সোলানেসি পরিবারভুক্ত অ্যাট্রোপা বেলাডোনা নামের এক রকম বিষাক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত ঔষধ। বহুবর্ষজীবী এ উদ্ভিদ ভূমধ্যসাগরের তীরবর্তী ইউরোপ ও এশিয়া মাইনরে মূলত জন্মাত। কিন্তু এখন এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারতসহ পৃথিবীর অনেক স্থানে ব্যাপকভাবে জন্মায়। ফুল ফোটার সময় এর পাতা, ফুলের ডগা ও মূল সংগ্রহ করে শুকিয়ে রাখা হয়। এ উদ্ভিদ থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ উপকার পাওয়া যায়, যা ঔষধরূপে ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে প্রধান উপকার হচ্ছে অ্যাট্রোপিন, যা চোখের তারা প্রসারিত করার জন্য ব্যবহৃত হয়।