নিউমাটোফোর কাকে বলে? নিউমাটোফোরের বৈশিষ্ট্য।

 

 

 

 

 

 

 

 

 

 

 

সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে ছোট ছোট ছিদ্রযুক্ত শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে।

নিউমাটোফোরের বৈশিষ্ট্য

নিউমাটোফোরের বৈশিষ্ট্য নিম্নরূপ :
i. নিউমাটোফোরের ভেতরে বায়ুকুঠুরি থাকে এবং সে কুঠুরিতে বায়ু (O2) ধরে রাখতে পারে।
ii. নিউমাটোফোরের কারণে মূল ও বাইরের পরিবেশের সাথে গ্যাসের বিনিময় সহজ হয়।