সার্কিট ব্রেকার কি? সার্কিট ব্রেকারের কাজ কি? Circuit Breaker in Bangla

সার্কিট ব্রেকার কি? সার্কিট ব্রেকারের কাজ কি? Circuit Breaker in Bangla
সার্কিট ব্রেকার কি? (What is Circuit breaker in Bengali/Bangla?)

সার্কিট ব্রেকার এমন একটি মেকানিক্যাল সুইচিং ও স্বয়ংক্রিয় প্রটেকটিভ ডিভাইস, যার সাহায্যে স্বাভাবিক অবস্থায় পাওয়ার সার্কিট চালু ও বন্ধ করা যায়।

সার্কিট ব্রেকারের কাজ (Function of circuit breaker)

সার্কিট ব্রেকারের কাজ নিম্নে দেয়া হলো। যথা :

 

 

 

 

 

 

 

  • স্বাভাবিক অবস্থায় সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সুইচিং করে চালু ও বন্ধ করা যায়।
  • শর্ট সার্কিট জনিত ত্রুটির কারণে স্বয়ংক্রিয়ভাবে ত্রুটিপূর্ণ অংশ সরবরাহ হতে বিচ্ছিন্ন হয়।
  • সার্কিট ব্রেকার যেহেতু একটি রক্ষণযন্ত্র সেহেতু প্রয়োজনে সুইচিং ডিভাইস হিসেবে কাজ করানো যায়।
সার্কিট ব্রেকারের প্রকারভেদ (Types of circuit breaker)
সার্কিট ব্রেকার গঠন, অপারেশন, কার্যনীতি ইত্যাদির উপর ভিত্তি করে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়।
১. এয়ার সার্কিট ব্রেকার (Air circuit breaker) : যে সার্কিট ব্রেকারে বায়ুর চাপের মাধ্যমে সার্কিট খুলে দেওয়া ও বন্ধ করার কাজ সম্পন্ন হয় তাকে এয়ার সার্কিট ব্রেকার বলে। এয়ার সার্কিট ব্রেকারে এয়ার চাপের মাধ্যমে সার্কিট ব্রেকারের অপারেশন ঘটে বলে এমন নামকরণ করা হয়েছে। এটির ক্যাপাসিটি কম এবং বর্তমানে ব্যবহার সীমিত। এর নিয়মিত পরিচর্যা করতে হয়।
২. অয়েল সার্কিট ব্রেকার (Oil circuit breaker) এবং
৩. সালফার হেক্সা-ফ্লোরাইড (SF6) সার্কিট ব্রেকার।
আর্ক নির্বাপনের ব্যবস্থা অনুসারে এয়ার সার্কিট ব্রেকার আবার দু’প্রকার-
  • সাধারণ এয়ার সার্কিট ব্রেকার ও
  • এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার
তেলের পরিমাণের উপর নির্ভর করে অয়েল সার্কিট ব্রেকার আবার দু’রকম-
  • মিনিমাম বা স্মল বা লো অয়েল সার্কিট ব্রেকার ও
  • বাল্ক অয়েল সার্কিট ব্রেকার
কার্যনীতির উপর ভিত্তি করে বাল্ক অয়েল সার্কিট ব্রেকার আবার দু’রকম হয়ে থাকে।
  • প্লেইন ব্রেক টাইপ বাল্ক অয়েল সার্কিট ব্রেকার ও
  • আর্ক নিয়ন্ত্রিত বাল্ক অয়েল সার্কিট ব্রেকার।
সার্কিট ব্রেকারের প্রয়োজনীয়তা (Necessity of circuit breaker)
  • সার্কিট ব্রেকারের প্রয়োজনীয়তা নিম্নে দেয়া হলো। যথাঃ
  • স্বাভাবিক অবস্থায় কোন সার্কিটকে সংযোগ অথবা বিচ্ছিন্ন করার জন্য সুইচের মতো সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।
  • অস্বাভাবিক অবস্থায় ত্রুটিপূর্ণ অংশকে সরবরাহ হতে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন করার জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করা প্রয়োজন।
  • ত্রুটিপূর্ণ হওয়ার পর ম্যানুয়ালী অথবা রিমোট কন্ট্রোলের সাহায্যে সার্কিটককে পুনরায় সংযোগ করতে সার্কিট ব্রেকার ব্যবহার করা প্রয়োজন।
সার্কিট ব্রেকারের ব্যবহার (Use of circuit breaker)
  • সার্কিট ব্রেকারের ব্যবহার:
  • প্রয়োজন অনুসারে পাওয়ার লাইন অন-অফ করতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।
  • বৈদ্যুতিক লাইনে ত্রুটির জন্য ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা করতে, ইহা ব্যবহৃত হয়।
  • সাপ্লাই ব্যবস্থার ত্রুটিপূর্ণ অংশকে ত্রুটিমুক্ত অংশ থেকে আলাদা করতে, ইহা ব্যবহৃত হয়।
  • সিস্টেমের মেরামত ও রক্ষণাবেক্ষণে সার্কিট অফ করতে, ইহা ব্যবহৃত হয়।
  • অয়েল সার্কিট ব্রেকার মূলত সাবস্টেশন, বড় বড় শিল্প কারখানায় ব্যবহৃত হয়।