সিরিজ সার্কিট কাকে বলে? (What is Series circuit?)
যে সার্কিটে দুই বা ততোধিক রেজিস্ট্যান্স একটার পর একটা সংযোগ করা হয় এবং কারেন্ট চলাচলের একটিমাত্র পথ থাকে, তাকে সিরিজ সার্কিট বলে।
সিরিজ সার্কিটের গুরুত্ব (Importance of Series circuit)
সিরিজ সার্কিটের গুরুত্ব নিম্নে দেয়া হলো। সিরিজ সংযোগ খুব বেশি ব্যবহৃত না হলেও বেশকিছু ক্ষেত্রে সিরিজ সার্কিট যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যথা–
বিভিন্ন আলোকসজ্জা ও মোটরের কয়েল সংযোগ করতে সিরিজ সংযোগ ব্যবহৃত হয়।
কম ভোল্টেজের বৈদ্যুতিক সরঞ্জামাদিকে বেশি ভোল্টেজে সরবরাহ দেয়ার জন্য রেজিস্টরগুলোকে সিরিজে সংযোগ করা প্রয়োজন হয়।
ইলেকট্রনিক্স যন্ত্রে স্থিরমানের কারেন্ট নিয়ন্ত্রণ করার জন্য সিরিজ সংযোগ ব্যবহার করা প্রয়োজন হয়।
সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য বা নিয়ম (Characteristics of Series circuit)
সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য বা নিয়ম নিম্নে দেয়া হলো–
- সার্কিটের মোট রেজিস্ট্যান্স আলাদা আলাদা শাখা রেজিস্ট্যান্সের যোগফলের সমান অর্থাৎ Rt = R1 + R2 + R3 + …….. + Rn;
- সার্কিটের প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয় অর্থাৎ It = I1 = I2 = I3 = ………. In;
- সিরিজ সার্কিটে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকে;
- একটি লোড নষ্ট হয়ে গেলে বাকি লোডগুলো কাজ করবে না;
- সিরিজ সার্কিটে লোডগুলো আমরা ইচ্ছামতো আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারি না;
- সিরিজ সার্কিটে মোট সরবরাহ ভোল্টেজ, শাখা ভোল্টেজের যোগফলের সমান অর্থাৎ Vt = V1 + V2 + V3 +…….. + Vn.
সিরিজ সার্কিটের ব্যবহার (Use of Series circuit)
সিরিজ সার্কিটের ব্যবহার নিম্নে দেয়া হলো–
- বিভিন্ন আলোকসজ্জার কাজে সিরিজ সার্কিট ব্যবহৃত হয়।
- টর্চ লাইট ও গাড়ীর ব্যাটারির সার্কিটে সিরিজ সার্কিট ব্যবহৃত হয়।
- মোটরের কয়েলে সিরিজ সার্কিট ব্যবহৃত হয়।
- ভোল্টমিটারের সাথে মাল্টিপ্লায়ার সংযোগ করতে সিরিজ সার্কিট ব্যবহৃত হয়।
- প্যারালাল সার্কিটের মোট সমতুল্য রেজিস্ট্যান্সের বিপরীত মান, প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের বিপরীত মানের যোগফলের সমান। অর্থাৎ, 1/Rt = 1/R1 + 1/R2 1/R3 + = ……. + 1/Rn
- প্যারালাল সার্কিটের মোট সরবরাহ ভোল্টেজ, প্রতিটি শাখা রেজিস্ট্যান্সের আড়াআড়ি ভোল্টেজের সমান। অর্থাৎ, Vt = V1 = V2 = V3 = Vn
- প্যারালাল সার্কিটে মোট কারেন্ট, প্রতিটি শাখা কারেন্টের যোগফলের সমান। অর্থাৎ, It = I1 + l2 + I3 + ……. + In
- প্যারালাল সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকে।
- প্যারালাল সার্কিটে প্রতিটি লোড আমরা ইচ্ছামতো আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারি।
- প্যারালাল সার্কিটে একটি লোড নষ্ট হলে অন্য লোডগুলো পূর্বের মতোই কাজ করবে।
- একাধিক বাতিকে আলাদাভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়;
- সাধারণত আবাসিক এলাকা, অফিস-আদালত, কল-কারখানা, রাস্তার লাইট ও খেলার মাঠ আলোকিত করার জন্য প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়;
- বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় প্যারালাল সার্কিট ব্যবহৃত হয়;
- প্যারালাল সার্কিটে কারেন্ট চলাচলের একাধিক পথ থাকায় বহুল পরিমাণে ব্যবহৃত হয়।