- যার অন্য উপায় নেই = অনন্যোপায়।
- যে গাছ কোনো কাজে লাগে না = আগাছা।
- যে মেয়ের বিয়ে হয়নি = অনূঢ়া।
- যে নারীর সন্তান হয়নি = বন্ধ্যা।
- লাভ করার ইচ্ছা = লিপ্সা।
- লেহন করা যায় যা = লেহ্য।
- শুভক্ষনে জন্ম যার = শুভজন্মা।
- সিংহের ডাক = নাদ।
- শহরে বাস করে যে = শহুরে।
- সব জানে যে = সবজান্তা।
- সেবা করার ইচ্ছা = শুশ্রূষা।
- বিদ্যা আছে যার = বিদ্বান।
- হৃদয় স্পর্শ করে যা = হৃদয়স্পর্শী।
- যা মরে যায় = মরণশীল।
- যা বনে বাস করে = বনবাসী।
- যা দেখা যায় না = অদৃশ্য।
- দুবার জন্ম হয় যার = দ্বিজ।
- পা ধুইবার জল = পাদ্য৷
- যা অতি দীর্ঘ নয় = নাতিদীর্ঘ।
- যা বলা হয়েছে = উক্ত।
- উপকারীর উপকার স্বীকার করে যে = কৃতজ্ঞ।