Adjective কাকে বলে? Adjective কত প্রকার ও কি কি?

ADJECTIVE

বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি Word কে এক একটি Parts of Speech বলে। Parts of Speech – আট প্রকার যার মধ্যে Adjective এর স্থান তৃতীয়। Adjective, Parts of Speech- এর একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা জানবো, Adjective কাকে বলে? কত প্রকার ও কি কি এবং প্রত্যেক প্রকারের সংঙ্গাসহ উদাহরণ নিয়ে আলোচনা করবো।

 

Adjective কাকে বলে: যে Word কোন Noun বা Pronoun- এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে. যেমন: Jabed is a good boy. He is an honest man. There is much water in the pond. He is a rich man.

 

Adjective প্রধানত চার প্রকার । যথা:

 

 

 

 

 

 

 

 

 

 

1. Descriptive Adjective বা Adjective of Quality.

2. Quantitive Adjective বা Adjective of Quantity.

3. Numeral Adjective বা Adjective of Number.

4. Pronominal Adjective.

 

প্রত্যেক প্রকার Adjective কাকে বলে ? বর্ণনা দাও

Adjective of Quality কাকে বলে: যে Adjective ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা বুঝায় Adjective of Quality বলে । যেমন: he is a rich man. The boy is dishonest.

 

 

 

 

 

 

 

Adjective of Quantity: যে Adjective কোন Noun-এর পরিমান নির্দেশ করে তাকে Adjective of Quantity বলে । যেমন: much, little, some, any, no বা none, enough, sufficient, all, half ইত্যাদি । Adjective of Quantity সাধারনত Material ও Abstract Noun- এর পূর্বে বসে । The man has some money. Give me a little water.

 

Numeral Adjective কাকে বলে ও কত প্রকার:

Numeral Adjective: যে Adjective কোন Noun- এর সংখ্যা, ক্রমানুসারে স্থান বা পর্যায় বুঝায় বা Noun–টি কত বার আছে তা প্রকাশ করে তাকে Adjective of Number বলে । যেমন: Rony has five pens. January is the first month of the year’s .

 

 

 

 

 

 

 

1. Cardinal Adjective: যে সকল Adjective দ্বারা কোন Noun- এর নির্দিষ্ট সংখ্যা বুঝায় তাকে Cardinal Numeral Adjective বলে । যেমন: One, two, three, four, five, six, seven ………….

 

 

 

 

 

 

 

2. Ordinal Adjective কাকে বলে: যে সকল Adjective দ্বারা কোন Noun-এর ক্রমানুসারে স্থান বা পর্যায় বুঝায় তাকে Cardinal Numeral Adjective বলে । যেমন: First, second, third, fourth, fifth ……….

 

3. Multiplicative Adjective: যে সকল Adjective দ্বারা কোন একটি Noun কত বার আছে বুঝায় তাকে multiplicative Numeral Adjective বলে । যেমন: Single, double, triple, quadruple, fivefold …

 

 

 

 

 

 

Pronominal Adjective কাকে বলে: কোন Pronoun যখন Noun-এর পূর্বে বসে Adjective- এর কার্য সম্পাদন করে তখন তাকে Pronominal Adjective বলে । যেমন: This is his pen. Which book have you bought? This boy is stronger than Rafi.

 

Adjective of Pronominal কত প্রকার ও কি কি:

 

 

 

 

 

 

Pronominal Adjective- কে আবার চার ভাগে ভাগ করা যায় । যথা:

 

Demonstrative Adjective

Interrogative Adjective

Distributive Adjective

Possessive Adjective

1. Demonstrative Adjective: Demonstrative Pronoun যখন কোন Noun- এর পূর্বে বসে Adjective-এর ন্যায় কার্য সম্পাদন করে তাকে Demonstrative Adjective বলে । যেমন: These mangoes are sour. I hate such things.

 

2. Interrogative Adjective: Interrogative Pronoun যখন কোন Noun- এর পূর্বে বসে Adjective- এর ন্যায় কার্য সম্পাদন করে তাকে Interrogative Adjective বলে । যেমন: What manner of man is he? Which way shall we go?

Note: Who এবং Whom, Interrogative Pronoun হওয়া সত্বেও Interrogative Adjective হিসেবে ব্যবহৃত হয় না । কারণ এদের পর কোন Noun বসে না ।

 

 

 

 

 

 

 

 

3. Distributive Adjective কাকে বলে: Distributive Pronoun যখন কোন Noun-এর পূর্বে বসে Adjective-এর ন্যায় তাকে Qualify তখন করে তাকে Distributive Adjective বলে । যেমন: Every man must die. Each boy has pen.

4. Possessive Adjective: Possessive Pronoun (my, our, your, their, his, her, its) যখন Noun– এর পূর্বে বসে Adjective-এর কার্য সম্পাদন করে তাকে Possessive Adjective বলে । যেমন: This is your pen. That is my pen.