ডিজিটাল ইনস্ট্রুমেন্ট এমন এক ধরনের যন্ত্র যা পরিমাপকৃত রাশি সরাসরি দশমিক সংখ্যায় দৃশ্যমান করে প্রকাশ করে। অর্থাৎ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট আউটপুটকে ডিজিট আকারে প্রদর্শন করে। ইন্টিগ্রেটেড সার্কিটের ব্যাপক উন্নতির ফলে ডিজিটাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার বাড়ছে এবং দাম কমছে।
কয়েকটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট এর নাম হলো– ১. ডিজিটাল মাল্টিমিটার, ২. ডিজিটাল ঘড়ি, ৩. ডিজিটাল কম্পিউটার, ৪. ডিজিটাল ভোল্টমিটার, ৫. ডিজিটাল অ্যামিটার।