রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্সের একক ও প্রতীক।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোনাে পরিবাহীর ভেতর দিয়ে বিদ্যুৎ চলাচলের সময় এটি পরিবাহী দ্বারা কমবেশি কিছু বাধা পায়। এই বাধাকে পরিবাহীর রেজিস্ট্যান্স বা রােধ বলে।
রেজিস্ট্যান্স সার্কিটে ভােল্টেজ ড্রপ এবং কারেন্ট হ্রাস করে। এজন্য রেজিস্ট্যান্সকে কখনও সিরিজে কখনও প্যারালালে আবার কখনও সিরিজ-প্যারালালে সমন্বয় করতে হয়। রেজিস্ট্যান্সের এই সমন্বয়কে রেজিস্ট্যান্স গ্রুপিং বলে। রেজিস্ট্যান্স গ্রুপিং প্রধানত তিন প্রকার। যথাঃ (ক) সিরিজ গ্রুপিং, (খ) প্যারালাল গ্রুপিং এবং (গ) মিশ্র গ্রুপিং

রেজিস্ট্যান্সের একক ও প্রতীক
রেজিস্ট্যান্স একটি পরিমাপমূলক রাশি। সুতরাং, এর একক আছে। ওহম মিটারের সাহায্যে রেজিস্ট্যান্সের একক পরিমাপ করা হয়। রেজিস্ট্যান্স পরিমাপের চারটি একক প্রচলিত আছে। যথা-

(ক) স্থির বিদ্যুৎ একক;
(খ) বিদ্যুৎ-চৌম্বকীয় একক;
(গ) ব্যবহারিক একক এবং
(ঘ) আন্তর্জাতিক একক।