থার্মিস্টর কি? থার্মিস্টরের প্রকারভেদ। What is Thermistor in Bangla?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

থার্মিস্টর হচ্ছে এক ধরনের রেজিস্টর, যার রেজিস্ট্যান্স নির্ভর করে তাপমাত্রার উপর। থার্মিস্টর (Thermistor) শব্দটি থার্মো এবং রেজিস্টর এর সমন্বয়ে গঠিত। সাধারণত এটিকে তাপমাত্রা সেন্সর হিসেবে ব্যবহার করা হয়। এটি তাপমাত্রা সংবেদনশীল পদার্থ দ্বারা তৈরি করা হয়। থার্মিস্টর সাধারণত -৫৫ ডিগ্রি সেলসিয়াস থেকে +২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে।

থার্মিস্টরের প্রকারভেদ
এটি দুই প্রকারের হয়ে থাকে। যথা-
১। ধনাত্মক তাপমাত্রা গুনাঙ্ক [Positive Temperature Coefficient (PTC)]
২। ঋণাত্মক তাপমাত্রা গুনাঙ্ক [Negative Temperature Coefficient (NTC)]