প্রতিফলন কত প্রকার ও কি কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রতিফলন দুই প্রকার। যথা : (১) নিয়মিত প্রতিফলন ও (২) ব্যাপ্ত প্রতিফলন।

  1. নিয়মিত প্রতিফলন : সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল, অভিসারী বা অপসারী হলে তাকে নিয়মিত প্রতিফলন বলে।
  2. ব্যাপ্ত প্রতিফলন : সমান্তরাল আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর সমান্তরাল, অভিসারী বা অপসারী না হলে তাকে ব্যাপ্ত প্রতিফলন বলে।