আলোর প্রতিসরণ কাকে বলে? আলোর প্রতিসরণের নিয়ম কি কি?

আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম হতে অপর স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে। আলোক রশ্মির দিক পরিবর্তনের এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। একটি নির্দিষ্ট মাধ্যমে আলো সরল রেখায় চলে কিন্তু অন্য মাধ্যমে প্রবেশের সাথে সাথেই এটি মাধ্যমের ঘনত্ব অনুসারে দিক পরিবর্তন করে। অর্থাৎ আলোর প্রতিসরণ ঘটে মূলত দুটি মাধ্যমের ঘনত্বের পার্থক্যের কারণে।

 

আলোর প্রতিসরণের নিয়ম কি কি?

 

আলোকরশ্মি প্রতিসরণের সময় নির্দিষ্ট নিয়ম মেনে চলে। নিয়মগুলো হলো–

 

 

 

 

 

 

 

 

 

  • আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশ্মি বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্বের দিকে সরে আসে। এক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণ অপেক্ষা বড় হয়।
  • আলোকরশ্মি যখন কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরিত হয়ে আবার ঐ মাধ্যমে নির্গত হয় তখন আপতন কোণ ও নির্গত কোণ সমান হয়।
  • আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে।