আলোক চিত্রগ্রাহী ক্যামেরার স্লাইডের ঢাকনা সরিয়ে নিয়ে শাটার ও ডায়াফ্রেমের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আলোকগ্রাহী প্লেটের ওপর আলোক আপতিত হতে দিয়ে পুনরায় ডায়াফ্রেম বন্ধ করা হয়, এই প্রতিক্রিয়াকে এক্সপোজার বা আলোকসম্পাত বলে।
ম্যাগনিফাইনিং গ্লাস এর ব্যবহার
ম্যাগনিফাইনিং গ্লাস এর ব্যবহার নিম্নরূপঃ
- গবেষণাগারে ক্ষুদ্র বস্তু দেখতে।
- গোয়েন্দাদের অনুসন্ধান কাজে ব্যবহৃত হয়।
- আলোকরশ্মি একীভূত করতে পারে বলে প্রয়োজনে সূর্যের আলোকে কাজে লাগিয়ে আগুন জ্বালাতে কাজে লাগে।
- হাতের রেখা পর্যবেক্ষণ করতে জ্যোতিষীরা ব্যবহার করে।
- বই ও ম্যাপের ক্ষুদ্র রেখা পড়তেও এই গ্লাসের ব্যবহার রয়েছে।